প্রকাশিত: ১৬/১১/২০১৭ ৪:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০১ এএম

উখিয়া নিউজ ডটকম::
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব সময় প্রস্তুত রয়েছে সরকার। শুরু থেকে প্রধানমন্ত্রী এসব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে রয়েছে। রোহিঙ্গাদের পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন টিকা ও খাদ্যসামগ্রী নিশ্চিত করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ‘নিউট্রিশন অ্যাকশন সপ্তাহ’ কর্মসূচি পরিদর্শনের সময় এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। এ সময় শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।

রোহিঙ্গা শিশুদের অপুষ্টি ও স্বাস্থ্যহানি থেকে রক্ষা করতে রোহিঙ্গা ক্যাম্পে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে নিউট্রিশন অ্যাকশন সপ্তাহ। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার মধ্যে প্রায় ৫৯ ভাগই শিশু। এসব শিশুর মধ্যে ২৬ ভাগ অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে সাড়ে ৭ ভাগ মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী এসব শিশুদের বুধবার থেকে ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে। সপ্তাব্যাপী এই কার্যক্রম চলবে।

এ পর্যন্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে কোনও রোহিঙ্গা মৃত্যুবরণ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত রোহিঙ্গাদের সুস্থ করে তুলতেও নানা কার্যক্রম শুরু করেছে সরকার।’

যতদিন রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে, ততদিন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মহলকে ভূমিকা রাখতে হবে। অন্যথায় সরকারের পক্ষে রোহিঙ্গাদের এই ভার বেশিদিন বহন করা সম্ভব হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মুজিবুল হক, কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম উখিয়া উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ আহমদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...