উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গাদের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেছেন, ‘রোহিঙ্গারা যে হারে আমাদের দেশে আসা শুরু করেছে একদিন আমরাই মনে হয় এদেশে পরদেশী হয়ে যাবো। এটা এখন আর টেকনাফের সমস্যা না, পুরো দেশের সমস্যা।আমরা আমাদের দেশে কাশ্মীর বা ফিলিস্তিন দেখতে চাই না।’
কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাসহ চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোকে বিভাগীয় পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
রোববার (১৩ আগস্ট) বিকেলে সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ। সভায় পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।