ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ২:৫২ পিএম

বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখা গেছে সেনাবাহিনীর তৎপরতা। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোর চেকপোস্টে এপিবিএনের পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাসদস্যরা।

সেনাবাহিনীর উখিয়া সমন্বয়কারী সেলের প্রধান কর্মকর্তার (টাস্ক গ্রুপ কমান্ডার) দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্ণেল আশফাকুর রহমান (এসজিপি, পিএসসি)।

সেলটির অফিসার ইন চার্জের দায়িত্বে আছেন ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল হাসান অনিক, যিনি ক্যাম্প কমান্ডার হিসেবে উখিয়ার ১১ টি ক্যাম্প যথাক্রমে- কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এবং ১ ইস্ট ও ওয়েস্ট, ২ ইস্ট ও ওয়েস্ট, ৩,৪, ৪ এক্সটেনশন, ৫, ৬,৭, নং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় সমন্বয় করবেন।

মুঠোফোনে তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় সেনা সদস্যরা নিয়োজিত আছেন এবং চেকপোস্ট ও ক্যাম্পগুলোর আশেপাশে টহল জোড়ালো রাখার পাশাপাশি নিরাপত্তা জনিত যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে সেনাবাহিনী।

পাঠকের মতামত

কক্সবাজারে সাবেক কাউন্সিলর হত্যা, পরিবারের দাবি পূর্বপরিকল্পিত

কক্সবাজার সৈকতের হোটেল সী-গাল পয়েন্টে হত্যাকাণ্ডের শিকার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর ...