উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১১/২০২৪ ৯:২৪ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন রোহিঙ্গা গুরুতর দগ্ধ হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের এস-৩/বি-২ ব্লকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:: মিটার গেজ আর ব্রড গেজ জটিলতায় ঢাকা-কক্সবাজার রেল করিডোর

দগ্ধরা হলেন– উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশন এস-৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ মুকুলের ছেলে মো. ইসমাইল (৬০), একই ক্যাম্পের মোহাম্মদ ইসমাইল স্ত্রী আমেন খাতুন (৫৫) ও মোহাম্মদ সুলতানের ছেলে আব্দুল শুক্কুর (৩৭)।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার ক্যাম্প-২০ এক্সটেনশনের এস-৩/বি-২ ব্লকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় তিন জন আহত হন। পেলে দেওয়া সিগারেটের আগুন থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার উদ্বোধন করলো কক্সবাজার উপজেলা প্রশাসন

জাহেদ হাসান : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনসাধারণের দুর্ভোগ কমাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবারাহ করতে ...

সেনাকর্মকর্তা শ’হী’দ তানজিম স্মরণে রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তন

অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান ...