উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/১০/২০২২ ৯:৩২ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জোড়া খুনের মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) সদস্যরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) ক্যাম্প ১৩ ও ১৯ হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

গ্রেফতাররা হলো ক্যাম্প-১৩ এর মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সব্বির আহম্মদের ছেলে রশিদ আহম্মদ (৫৩), মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) এবং ক্যাম্প ১৯ এর মৃত আলী আহম্মদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।

এপিবিএন কর্মকর্তা ফারুক আহমেদ আরও জানান, গেলো ১৫ অক্টোবর ক্যাম্প ১৩-তে দুই রোহিঙ্গা নেতা আনোয়ার ও মৌলভী ইউনুছকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে এজাহারনামীয় ২০ জন ও অজ্ঞাত নামা ১৪-১৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-৪৯, তারিখ-১৮/১০/২০২২)। ওই মামলার প্রেক্ষিতে ক্যাম্প ১৩ ও ১৯ এ অভিযান চালিয়ে এজাহার নামীয় চার জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয় এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

যুগান্তরের প্রতিবেদন শঙ্কার মাঝেও কক্সবাজারে বাণিজ্য মেলার অনুমতি, প্রধান সমন্বয়ক আ.লীগ নেতা!

ডিসেম্বরে কোথাও বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হয়নি। তবে কক্সবাজার জেলা প্রশাসন এবারও শিল্প ও বাণিজ্য ...

শিক্ষার্থীরাই বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে এগিয়ে নিয়ে যাবে : ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও ঈদগাঁও রশিদ আহমেদ কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ...

প্রথম আলোর প্রতিবেদন পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে ...