টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে গত রাতে ডাকাতদলের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। তার নাম আলী আহমদ বলে জানা গেছে।জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থীর আনসার ক্যাম্পে একদল ডাকাত হামলা চালায়। এসময়ে ডাকাত দলের সদস্যরা আনসার সদস্যদের জিম্মি করে ১১ অস্ত্র ও গোলাবারুদ লুট করে। আলী আহমদ নামে এক আনসার সদস্য ডাকাতদলের সদস্যদের প্রতিরোধ করার চেস্টা করে। এসময় ডাকাত দলের হামলায় তিনি মারা যান।এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। –
পাঠকের মতামত