ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১১/২০২৩ ১১:১৪ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল তল্লাশি করে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, একটি ওয়াকিটকি, একটি ছোট কালো ব্যাগ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল। এর আগে, বুধবার রাতে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা পেঠান আলী (৫০), মো: জোবাইর (২৫), দিল মোহাম্মদ (২৬), শরীয়ত উল্লাহ (২৭), মো: আয়াজ (১৯) এবং ৭ নম্বর ক্যাম্পের জি/৫ ব্লকের বাসিন্দা জিয়াবুর রহমান (২৬)।

অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসীদের সাথে আরসা বিরোধী সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির খবরে বুধবার রাতে এপিবিএন পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এপিবিএন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালনোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পেঠান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় জিইউকে হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অতিরিক্ত ডিআইজি আরো জানান, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উদ্ধার অস্ত্র ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

মিয়ানমারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া, রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা

কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের চলমান যুদ্ধের কারণে কারণে বাংলাদেশে টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী ও ...

টেকনাফের দুর্গম পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, সেনা অভিযানের দাবিতে স্মারকলিপি

ধারাবাহিক অপহরণের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন কক্সবাজারের টেকনাফের বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দারা। এমন ...

সেন্টমার্টিনে খাবার পানি সরবরাহের উদ্যোগ, বর্জ্য থেকে হবে বিদ্যুৎ উৎপাদন

সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বর্জ্য ...