প্রকাশিত: ১৩/০৬/২০১৯ ৭:৫১ এএম , আপডেট: ১৩/০৬/২০১৯ ৭:৫১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থান সম্পর্কে জাপানের সচেতনতা বৃদ্ধির জন্য বিখ্যাত জাপানি ফুটবল খেলোয়াড় মকোতো হাসবে সম্প্রতি জাপানের ইউনিসেফের ক্যাম্পে পরিদর্শন করেছেন।

জানা যায়,গত ৫ ও ৬ জুন দুদিন কক্সবাজার সফর করেন জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি। ওই সফরে জাপানি ফুটবলার ও জার্মানীর বুন্দেসলিগার ফ্রাঙ্কফুর্টের খেলোয়াড় মকোতো হাসবে ক্যাম্পে পরিদর্শন করেন। এ সময় তিনি জরুরী পুষ্টি কেন্দ্র বা যুব ও শিশুদের জন্য শিক্ষা কেন্দ্রের সুযোগ-সুবিধা পরিদর্শন করেন এবং শরণার্থী ক্যাম্পে শিশুদের সাথে ফুটবলও খেলেন।

পরিদর্শনকালে তিনি বলেন,”সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো এই কঠিন পরিস্থিতির উপর কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।” আমি রোহিঙ্গাদের জনগণকে সমর্থন জানাতে চাই, যাতে তারা উজ্জ্বল ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি বিকাশ করতে পারে।

সফরকালে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে জাপানের জনগণকে গভীরতর করার জন্য বাংলাদেশে আসেন হাসবে।

তিনি জোর দিয়ে বলেন, জাপান ও জাপানী জনগণ সবসময় যারা এই সংকট তাদের সাথে দাঁড়িয়ে আছে এবং মানবিক সমর্থনে বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যাবেন।

পাঠকের মতামত

দেশের বাইরে উখিয়ার রিপাসহ দুই ফুটবলারকে খেলতে পাঠাবে না বাফুফে

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা ...

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার-জেলা প্রশাসক

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ...

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...