উখিয়ায় মাসব্যাপী শিল্প ও বস্ত্র মেলার উদ্বোধন
জুলাই কর্নার, প্রায় ২০০টি স্টল, শিশুদের বিভিন্ন বিনোদনের উপলক্ষ নিয়ে কক্সবাজারের উখিয়ায় শুরু হয়েছে মাসব্যাপী ...
কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
নিহত স্বেচ্ছাসেবক মোহাম্মদ রশিদ বালুখালী ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেডে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে চলে যায়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পাঠকের মতামত