প্রকাশিত: ৩১/০৫/২০১৬ ৯:৪৬ পিএম

campকক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় এক পাকিস্তানী নাগরিক জড়িত বলে স্কীকার করেছেন নুরুল আবসার নামে এক আসামি।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজ উদ্দিনের কাছে আটক নুরুল আবসার তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কবির হোসেন নিশ্চিত করেছেন গ্রেপ্তার হওয়া নুরুল আবসারকে আদালতে আনা হয়েছে।

আদালতের একটি সূত্র জানিয়েছে, নুরুল আবসার আদালতে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। তার দেয়া জবানবন্দি মতে, রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনার নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানী নাগরিক ওমর ফারুক। রোহিঙ্গা জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এ ঘটনার পরিকল্পনা করেছে। যেখানে মিয়ানমার থেকে আরএসওর কয়েক সদস্য, চট্টগ্রাম থেকে আসা কয়েকজন এবং রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন মিলে এ ঘটনা সংগঠিত করে।

উল্লেখ্য, গত ১৩ মে টেকনাফ উপজেলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকে হামলার ঘটনা ঘটে। এসময় ক্যাম্প কমান্ডারকে হত্যা করে ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

পাঠকের মতামত

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার মো. নাইমুল হক

দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান ...