প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৭:৫০ এএম

FB_IMG_1463362951257নিউজ ডেস্ক::

টেকনাফের মোচনী রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ব্যারাকে সশস্ত্র দূর্বৃত্তদল কর্তৃক হামলা চালিয়ে আনসার সদস্য হত্যা এবং অস্ত্র লুটের ঘটনা রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, ঘটনায় রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন ব্যাপক তৎপরতা শুরু করেছে।

আনসার ব্যারাকের হামলার ঘটনাস্থল পরিদর্শন ও বিশেষ অভিযানের অগ্রগতির খোঁজ-খবর নিতে কক্সবাজার এসে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক সভায় তিনি এ কথা বলেন।

আনসার ব্যারাকে হামলার ঘটনায় কারা জড়িত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন বলেন, “ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার এবং লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর বিশেষ অভিযান জোরদার রয়েছে। ”

এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব না হলেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, “ ঘটনায় রোহিঙ্গা ডাকাত রফিকের জড়িত থাকার ব্যাপারে তথ্য রয়েছে। এ নিয়ে তার পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এছাড়া পুলিশের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে সফলতা পাওয়া যাবে। ”

পরবর্তীতে আনসার ব্যারাকে হামলার ঘটনার বিস্তারিত বিষয়াদি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে জানিয়ে তিনি সাংবাদিকদের কাছ থেকে তথ্য দিয়ে সহযোগিতা চান।
সভায় শুক্রবার কক্সবাজারের টেকনাফে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ীদের কর্তৃক ৬ সাংবাদিককে হামলা চালিয়ে আহত করার ঘটনা অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন অবহিত হয়েছেন জানিয়ে বলেন, “ হামলার এ ঘটনা অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।

একই সঙ্গে নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনাটির অগ্রগতি হয়েছে দাবি করে তিনি বলেন, এতে যাতে সাম্প্রয়াদিয়ক সম্পর্ক নষ্ট না হয় তার জন্য সাজগ থাকতে হবে।

সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের সহ কক্সবাজারের সাংবাদিক নেতারা।

পাঠকের মতামত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ওই ...

ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার উদ্যোগ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ...

প্রথম আলোর প্রতিবেদন নগদে ডিজিটাল জালিয়াতি: ২,৩৫৬ কোটি টাকার ‘গরমিল’

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ...