প্রকাশিত: ১৮/১১/২০১৭ ৯:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৬ এএম

নিউজ ডেস্ক ::
রোহিঙ্গা সংকট মোকাবেলা ও আইন শৃংখলা রক্ষায় কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের প্রশাসন ও ডিসিপ্লিন বিভাগের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পসহ পাশ্ববর্তী এলাকার অপরাধ দমনে আর্মড ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল কক্স টু ডে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয় জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২৫ আগষ্টের পর থেকে কক্সবাজার জেলা পুলিশ নিরলসভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলা কাজ করে যাচ্ছে। সেই সাথে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীও কাজ করে যাচ্ছে। পুলিশের প্রশাসন ও ডিসিপ্লিন বিভাগের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, বিশ্বের বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ সরকার। বিশেষ নিরাপত্তা বলয় থাকায় আজ পর্যন্ত কোন বড় ধরনের ঘটনা হয়নি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান বলেন, ক্রমান্বয়ে রোহিঙ্গা সংখ্যা বেড়ে যাওয়ার কারনে এবং জেলা পুলিশের উপর তাদের অর্পিত দায়িত্ব পালনের সুবিধার্থে এক হাজার ২২৫ সদস্য বিশিষ্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান ও কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...