কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এনজিওকর্মী ও এক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে।
শনিবার (২২ জুলাই) দুপুরে তাদের উদ্ধার করা হয়। এর আগে, গতকাল টেকনাফের হ্নীলার জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনকে অপহরণ করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- টেকনাফের হ্নীলার জাদিমুড়া এলাকার মৃত তজুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান (৫০) ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২০)।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ হোছনের ছেলে মো. সেলিম প্রকাশ ছলিম (৩৩) ও একই ক্যাম্পের রশিদ আহমদের ছেলে মো. জসিম (১৯)।
হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে মেশিনে পানি তোলার সময় অপহরণকারীরা দুজনকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় বাসিন্দাকে নিয়ে পাহাড়ে গিয়ে অপহরণকারীদের আস্তানার খোঁজ পাওয়া যায়। অপহরণকারীরা আমাদের দেখে গহীন পাহাড়ের ভেতর থেকে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এ সময় পুলিশও এসে অভিযানে যোগ দেয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখে স্থানীয়রা সেখানে অবস্থান নিয়েছে। এরপর তাদের সঙ্গে নিয়েই অভিযান চালানো হয়। এ সময় অপহৃত ২ জনকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারের সময় অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে অস্ত্র ও গুলিসহ চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করা হয়।