নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২/০৮/২০২২ ৭:৪৭ এএম

চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলীন হেইজার। সফরে তিনি রোহিঙ্গা সংকট পরিস্থিতি জানতে ক্যাম্প পরিদর্শনে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নোয়েলীন হেইজারের।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে। কেননা, জাতিসংঘের মহাসচিবের দূত নিয়োগের পর সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসছেন।

সফরের শুরুতে নোয়েলীন হেইজার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। ওইদিন রাতে হেইজার পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে হেইজার রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে তাদের জীবনমান এবং দুঃখ-দুর্দশার কথা শুনবেন। একই দিন তিনি রিফিউজি, রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনারের (ত্রিপলআরসি) সঙ্গে বৈঠক করবেন।

পরদিন হেইজার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হেইজার। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকটের পাঁচ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হেইজারকে গত বছর মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রেনার বার্গেনারের স্থলাভিষিক্ত হন হেইজার।

পাঠকের মতামত

সমন্বয় সভায় ব্যবস্থা নেয়ার হুশিয়ারি রোহিঙ্গা ক্যাম্পের অধিকাংশ এনজিও নির্দেশনা মানছে না

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠী ও আশ্রিত রোহিঙ্গাদের জন্য দেড়শতাধিক দেশী-বিদেশী এনজিও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ...

জেলার শীর্ষ ‎রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ‎কক্সবাজার প্রেস ক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে ‎

‎কক্সবাজার প্রেস ক্লাবকে বৈষম্য মুক্ত করতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ক্লাবের সদস্য পদ বঞ্চিত ...

রোহিঙ্গা আশ্রয়শিবিরে হেপাটাইটিস রোধে সাড়ে ১২ কোটি টাকা দিল ইইউ

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো হেপাটাইটিস সি ভাইরাসের বিস্তার রোধে মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে এক মিলিয়ন ইউরো ...

মিয়ানমারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া, রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা

কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের চলমান যুদ্ধের কারণে কারণে বাংলাদেশে টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী ও ...