উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০১/২০২৪ ৯:৪৩ এএম

ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ শনিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছে। সফরকালে তারা কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শনিবার ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্য বাংলাদেশ সফরে আসবেন। এদের মধ্যে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির সদস্যও থাকবেন।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সফরসূচি সম্পর্কে এ কর্মকর্তা আরও জানান, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সিলেট ভ্রমণেরও কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও স্পিকারের সাক্ষাৎ চাওয়া হয়েছে। তবে এগুলো চূড়ান্ত হয়নি।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রতিনিধিদল। তাদের সম্মানে বাণিজ্য প্রতিমন্ত্রীর এক নৈশভোজ আয়োজন করার কথা রয়েছে।

পাঠকের মতামত