বিনোদন ডেস্ক::
আবার নতুন ছবি শুরু করেছেন পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম হবে ‘রোহিঙ্গা’। রোহিঙ্গা সংকটকে কাহিনীচিত্রে ধরে রাখতেই তিনি এই ছবির কাজে হাত দিয়েছেন। এরই মধ্যে টেকনাফের নাফ নদী, শাহপরীর দ্বীপ ও উখিয়ায় ঘুরে এসেছেন তিনি। একজন সাহসী সাংবাদিকের চোখ দিয়ে পরিচালক রোহিঙ্গাদের জীবন তুলে ধরবেন। সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন নবাগত নায়িকা অধরা খান।
অধরা এনটিভি অনলাইনকে বলেন, “আমি ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছি। তবে কবে থেকে আমার শুটিং শুরু হবে তা এখনো বলতে পারছি না। কারণ আমার ছবির পরিচালক শুটিংয়ের বিষয়টি গোপন রাখতে চান। যদি সবাই জানে আমরা শুটিং করছি, তা হলে সেখানে ভিড় বাড়বে, এতে শুটিং করতে সমস্যা হবে।’
নিজের চরিত্র নিয়ে তৃপ্তি প্রকাশ করে অধরা বলেন, “আমি এরই মধ্যে বেশ কয়েকবার রোহিঙ্গাদের দেখতে গিয়েছি। নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি। আমার মনে হচ্ছে এই ছবির মাধ্যমে রোহিঙ্গাদের সংকটকে ভালো করে তুলে ধরা যাবে। তা ছাড়া এখন যেভাবে আমাদের দেশে এসে তারা আশ্রয় নিয়েছে, সেভাবে ৭১ সালে আমাদের দেশের মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। এখনকার প্রজন্ম সেটা জানে কিন্তু দেখতে পারেনি, আমি মনে করি রোহিঙ্গাদের অবস্থা দেশে কিছুটা হলেও অনুমান করা যায়, আমাদের দেশের মানুষ একাত্তর সালে কত কষ্ট করেছে।’
ছবিতে কোনো নায়ক নেই জানিয়ে অধরা বলেন, ‘আমার বিপরীতে কোনো নায়ক নেই, গল্পটাই ছবির নায়ক। এখানে রোহিঙ্গাদের জীবন কাহিনীকেই প্রাধান্য দিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ছবির কিছু শুটিং হয়েছে। আমরা পরবর্তী শুটিং ডেটের জন্য এখন অপেক্ষা করছি।’