অনলাইন ডেস্ক::
রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর মিয়ানমারের সেনা বাহিনীর নির্বিচার হত্যা ও নির্যাতনের অবস্থা পর্যবেক্ষণে দেশটির রাখাইন প্রদেশে পৌঁছেছে কফি আনানের নেতৃত্বাধীন একটি দল।
মিয়ানমার সেনার নির্যাতনে ইতিমধ্যে ৮৬ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে ১০ হাজারেরও বেশি লোক বাংলাদেশে পালিয়ে গেছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।
তবে বেসরকারি হিসাব মতে, রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতনে নিহত ও উদ্বাস্তুর সংখ্যা আরও অনেক বেশি।
জাতিসংঘের সাবেক মহাসচিব দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিষয়ে আগেও নিন্দা জানিয়েছেন।
তিনি রাখাইন প্রদেশের রাজধানী সিটোতে একদিন অবস্থান করবেন। এরপর সেনা বাহিনীর অভিযান চালানো এলাকা পরিদর্শনে যাবেন।
এদিকে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সুচির অবস্থান সরকারকে বিতর্কিত করে ফেলেছে।
বিশ্বের বিভিন্ন দেশ তার সরকারের সমালোচনা করছে। এমনকি সুচির শান্তি পুরস্কার কেড়ে নেয়ারও দাবি তুলেছে অনেকে।
কফি আনানের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলে ৬ জন দেশীয় ও ৩ জন বিদেশী সদস্য রয়েছেন।