প্রকাশিত: ১৫/০৯/২০১৭ ৮:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩২ পিএম

নিউজ ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন মিয়ানমারের রাখাইন রাজ্যের ১১ রোহিঙ্গাকে জন্ম সনদ ও নাগরিকত্ব সনদ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদ দেয়ায় তাহিরপুর উপজেলা জুড়ে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তপন চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের গুটিলা গ্রামে একটি রোহিঙ্গা পরিবার বসবাস করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান। গুটিলা গ্রাম থেকে রোহিঙ্গা একই পরিবাররের ১১ সদস্যকে সন্ধ্যার পর পর বাদাঘাট পুলিশ পাড়িতে নিয়ে আসেন। এসময় রোহিঙ্গা পরিবারটির কাছে থেকে বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ও সচিব ভুপতি ভুষন সরকার স্বাক্ষরিত ৯টি জন্ম নিবন্ধন, ৮টি নাগরিকত্ব সনদপত্র ও দুইটি জাতীয় পরিচয়পত্রের অন্তর্ভুক্তির জন্য আবেদন করা রশিদ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত রোহিঙ্গারা হলেন- আব্দুছ ছবুর (৫৪), তার স্ত্রী আমেনা বেগম (৪২), তাদের সন্তান আব্দুল হালিম (২৩), মেয়ে হালিমা (১৮), ছালেহা (১৫), হারিছা (১৩), ফারিছা (১১), আছলম (৭), ওমামা বেগম (২), পুত্রবধূ ওম্মুল খায়ির (২২), নাতনী মোশাররফা (শিশু)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে রোহিঙ্গা পরিবারটিকে থানা হেফাজতে নেয়া হয়।

এ ব্যাপারে বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব জানান, স্থানীয় ইউপি সদস্য জন্ম নিবন্ধন ফরমে স্বাক্ষর করায় তাই আমি তাদের সনদ দিয়েছি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, পুলিশ সুপারের নির্দেশক্রমে রোহিঙ্গা পরিবারটিকে বাংলাদেশ সরকার কতৃক কক্সবাজারের টেকনাফে আশ্রয় কেন্দ্রে শুক্রবার সকালে পাঠানো হবে।

সুনামগঞ্জ পুলিশ সুপার বরকতুল্লাহ খান একই পরিবারের ১১ রোহিঙ্গাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে তাদের পুলিশি নিরাপত্তার মাধ্যমে কক্সবাজারে পাঠানো হবে।

পাঠকের মতামত

আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আট হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমার থেকে ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করলে ড. ইউনূস বাংলাদেশে আশ্রিত ...