আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দ্রুত কক্সবাজার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সোমবার বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি দেখা করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই সহযোগিতা চান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিজ কার্যালয়ে জাপানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে প্রতিমন্ত্রী মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশ জাপান।’
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের মেয়াদে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বৈঠকে তারা জাপানের উন্নয়ন সহায়তা, মানবসম্পদ উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী কক্সবাজার থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত ইওয়ামা তার দায়িত্ব পালনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে প্রতিমন্ত্রী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পাঠকের মতামত