প্রকাশিত: ১৭/০৯/২০১৮ ২:১০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন,‘দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে ভারত। প্রয়োজনের সময় বাংলাদেশের সঙ্গে ছিল ভারত সরকার। এটা আগামীতেও অব্যাহত থাকবে।’

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাংলাদেশের পাশে ছিল ভারত। কয়েক দফায় ত্রাণও পাঠানো হয়েছিল।’

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া বালুখালী ১২ নাম্বার ক্যাম্পে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দ্রুত সংকট মোকাবেলায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত সরকার ইতোমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫০ টিনশেড ঘর নির্মাণ কার্যক্রম শুরু করেছে। যা কিছুদিনের মধ্যে শেষ হবে। যেখানে রোহিঙ্গারা থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।

পাঠকের মতামত