ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চলছে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়েছে। আজ বুধবার রাত ...
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার জান্তা সরকার চীনকে চিঠি দিয়ে ঢাকার কাছে সাক্ষাতের সময় চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সংক্রান্ত নেইপিদোর বার্তা চীন শিগগিরই ঢাকাকে পৌঁছে দেবে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আলাপ হয়নি বলেও জানান।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, তারা নেইপিদো থেকে চিঠি পেয়েছেন। এরপর তিনি এ বিষয়ে আলাপ করতে ঢাকার কাছে সময় চান। পররাষ্ট্র মন্ত্রণালয়ও আলোচনার জন্য সময় দিয়েছে।
পাঠকের মতামত