প্রকাশিত: ০৩/০৮/২০১৬ ১০:০৬ পিএম

নিউজ  ডেস্ক::

রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার ঢাকায় নবনিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান শিনজি কুবোর সঙ্গে এক বৈঠকে বুধবার তিনি এই সহযোগিতা চান।উখিয়া নিউজ ডটকম: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকে কয়েক দশক ধরে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে ইউএনএইচসিআর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে আশা করেন মন্ত্রী। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে তার প্রতি আহ্বান জানান মাহমুদ আলী। রোহিঙ্গাদের জন্য অব্যাহতভাবে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ইউএনএইচসিআরকেও ধন্যবাদ জানান তিনি।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...