প্রকাশিত: ০৫/১২/২০১৬ ৭:৫৯ এএম

cox-uk-2সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম::
অদ্ভুদ ব্যাপার,উখিয়া বনবিভাগের জায়গায় মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও বর্বরতার শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা বস্তিতে মাটির পজিশন কিনেই থাকছেন,তাও আবার ঝুপড়ি ঘরে।অব্যাহতভাবে রোহিঙ্গাদের কুতুপালং বস্তিতে আসার সুযোগে স্থানীয় একশ্রেনীর প্রভাবশালী সুবিধাবাদী মহল স্থানীয় বনবিভাগকে ম্যানেজ করে অনুপ্রবেশ করে আসা রোহিঙ্গাদের মাঝে মাটির পজিশন বিত্রিু করেই হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।শুধু পজিশন বিত্রিু নয়,নতুন আসা রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগে মাসিক চুক্তিভিক্তিক ভাড়াও আদায় করছে মহলটি।স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি কয়েকটি পুরাতন রোহিঙ্গা সিন্ডিকেট তাই এখন নিত্যনতুন বসতি গড়ার কাজে নিয়োজিত রয়েছেন।কেউ কেউ বনবিভাগের জায়গায় নিজ উদ্যোগে লম্বা ভাড়া বাসা নির্মান করে তা রোহিঙ্গাদের মাঝে ভাড়া দিচ্ছেন।

সুত্র জানায়,সীমান্তরক্ষায় নিয়োজিত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র কড়া নজরদারি থাকার পরও রাতের আধাঁরে রোহিঙ্গারা দলে দলে অনুপ্রবেশ করছে স্ব-পরিবারে। স্থানীয় দালালরা টাকার বিনিময়ে এসব রোহিঙ্গাদের পৌঁছে দিচ্ছে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে। প্রতি রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকলেও তাদের থাকার কোন জায়গা নেই।ফলে এসব রোহিঙ্গারা রাত যাপনের জন্য  স্থানীয় প্রভাবশালী সহ রোহিঙ্গা নেতা ও মাঝিদের কাছ মাঠির পজিশন কিনে তৈরি করছে নতুন নতুন ঝুঁপড়ি ঘর।তাও আবার উখিয়া বনবিভাগের জায়গা।হঠাৎ আসা রোহিঙ্গারাও অসহায় অবস্থায় প্রভাবশালী ও নেতাদের কথামতো পজিশন ও মাসিক চুক্তির কথায় রাজি হয়ে যাচ্ছে।

গতকাল শনিবার সকালে সরজমিন উখিয়া কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শনে গিয়ে দেখা গেছে বস্তির আশেপাশে বনবিভাগের জায়গায় ছোট ছোট পজিশন কিনে তাতে  ঝুঁপড়ি ঘর বানচ্ছেন বেশকিছু রোহিঙ্গা। জানতে চাইলে গত সপ্তাহে মিয়ানমার সীমান্ত পেরিয়ে আসা মিয়ানমারের খেয়ারীপাড়া গ্রামের ফজল আহামদ (৪৮) জানান, তারা স্বামী-স্ত্রী ছেলে মেয়েসহ ৭ জন এসেছেন।উঠেছেন বস্তির এক আত্বীয়ের ঘরে।গত ৩ দিন পূর্বে স্থানীয় প্রভাবশালী ফরিদ ড্রাইভারের কাছ তিনি ২ হাজার টাকায় মাঠির পজিশনটি কিনেছেন।এখন সে জায়গায় কোনভাবে থাকার জন্য ঝুপড়ি ঘর তৈরী করছি।ঝুপড়ি তৈরীর পর মাসিক এক হাজার টাকা করে দিতে হবে ফরিদ ড্রাইভারকে। এমএসএফ হাসপাতালে একটু সামনে রোহিঙ্গা বস্তিতে গিয়ে দেখা যায়, পলিথিনের ঘেরাবেড়া ও ছাউনি নিয়ে ১৫/২০টি নতুন ঝুঁপড়িঘর নির্মাণ করা হচ্ছে। মিয়ানমারের খেয়ারীপাড়া গ্রাম থেকে আসা আজমল খান ও নুরুল ইসলামের সাথে কথা হলে তারা জানায়,স্থানীয় জাহাঙ্গীর ও ছৈয়দ নুরের কাছ থেকে তারা মাঠির পজিশনগুলো কিনে সেখানে ঝুপড়ি নির্মান করছে।মংডু নাইছংপাড়ার জাফর আলম (৪০) জানায়, সে স্থানীয় সিরাজ সওদাগরের নিকট থেকে ৩ হাজার টাকা দিয়ে একটি ঝুঁপড়ি বাধাঁর জায়গা নিয়েছেন। ক্যাম্পের বাজার থেকে পলিথিন, বাঁশ ক্রয় করে একটি ঝুঁপড়িঘর নির্মাণ করেছি।এভাবে আরো বেশ কয়েকজন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক নতুন করে ঝুঁপড়ি নির্মাণের কথা জানালেন।মাসিক চুক্তির কথাও জানালেন।অনেকে এ সুযোগে বনবিভাগকে ম্যানেজ করে বনবিভাগের জায়গায় লম্বা ভাড়া ঘর নির্মান করে যাচ্ছে।এতে স্থানীয় প্রভাবশালীরা নতুন আসা রোহিঙ্গাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব কারনে নতুন আসা রোহিঙ্গাদের অনেকেই প্রভাবশালী ও রোহিঙ্গা মাঝিদের নিকট জিম্মি অবস্থায় দিনানিপাত করছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কেউ কেউ যুবতী ও মহিলাদের নিয়ে খোলা আকাশের নিচে থাকার চেয়ে শর্তেও মাধ্যমে পজিশন ও চুক্তির মাধ্যমে থাকায় শ্রেয় মনে করছেন।বনবিভাগের জায়গায় রোহিঙ্গাদের কাছে প্রভাবশালীদের পজিশন বিত্রিুর ব্যাপারে জানতে চাইলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন,এমনতো হওয়ার কথা নয়,বনবিভাগের জায়গা পজিশন হিসেবে বিত্রিু বেআইনী,এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের কথা বললেন এই কর্মকর্তা।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...