বিনোদন ডেস্ক::
রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন, স্বপ্ন ও তাদের আত্মপচিয়ের সংকট নিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘জম্ম ভূমি’। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।
চিত্রনাট্য তৈরি ও চলচ্চিত্রটি নির্মাণ করেছেন লেখক ও নির্মাতা প্রসূন রহমান। এটি ১৪ ডিসেম্বর সংক্ষিপ্ত পরিসরে শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে যে ৮ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে, ধারণা করা হয় তাদের মাঝে প্রায় ৬৫ হাজার নারী অন্তঃসত্ত্বা ছিল। যাদের অনেকেই এরই মধ্যে মা হয়েছেন। মা হতে যাচ্ছেন বাকিরাও। চলচ্চিত্রে সোফিয়া চরিত্রে নবাগতা সায়রা আক্তার জাহান এবং মানিক চরিত্রে রওনক হাসান অভিনয় করেছেন। আরও রয়েছেন সঙ্গীতা, জয়নাল জ্যাক, নাসির উদ্দিন, অংকন চাকমা এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী পামেলা কেচ্টার।
পাঠকের মতামত