উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৯/২০২৩ ১২:৫৭ পিএম
রোহিঙ্গা

l
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক নালা থেকে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝে এক নালা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মুহাম্মদ মুজিব (২৪)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

ওসি শেখ মুহাম্মদ আলী বলেন, শনিবার সকাল ৬টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে নালায় এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরবর্তীতে তারা ক্যাম্প মাঝিদের জানালে মাঝিরা পানবাজার ৮ এপিবিএনকে জানায়। এপিবিএনের দেওয়া খবরে আমাদের এক টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আশপাশের রোহিঙ্গারা মরদেহটি ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর মুজিব বলে শনাক্ত করে।

তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি। সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

ইউনিয়ন হাসপাতালের একটি লোভি চক্রের ষড়যন্ত্রের শিকার কক্সবাজারে হাসপাতাল তৈরীর কারিগর নুরুল হুদা

পর্যটন রাজধানী কক্সবাজারে যাদের মহৎ চিন্তার বাস্তবায়নে সমাজের উন্নয়ন হচ্ছে, মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসছে, যাদের ...

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি আলম, সাধাঃ সম্পাদক আনোয়ার নির্বাচিত

বেলাল আজাদ, কক্সবাজার: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে ...