প্রকাশিত: ২৪/১০/২০২১ ৯:৩৩ এএম

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ভোরে রোহিঙ্গা শিবিরে হামলায় অন্তত ছয় জন রোহিঙ্গা নিহত হয়।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শনিবার এক টুইট বার্তায় বলেন, ‘কক্সবাজারে শিবিরে গত শুক্রবারের সহিংসতার তীব্র নিন্দা জানাই।

যুক্তরাষ্ট্র শরণার্থী সঙ্কটের শুরু থেকেই বাংলাদেশ, আশ্রয়দাতা ও রোহিঙ্গা সম্প্রদায় এবং সবার জন্য শিবিরকে নিরাপদে রাখতে যারা কাজ করছেন তাদের পাশে আছে।’

অপর এক টুইট বার্তায় রাষ্ট্রদূত মিলার আমেরিকান নাগরিক অধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রকে উদ্ধৃত করে লিখেছেন, ‘ঘৃণার জন্য ঘৃণা ফিরে আসা ঘৃণাকে বহুগুণ বাড়িয়ে দেয়, ইতিমধ্যে তারাবিহীন রাতে আরো অন্ধকার যোগ করে।

পাঠকের মতামত

আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন: গৌতম লাহিড়ী

বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব ...

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় স্কুলে ভর্তি হতে পারবে রোহিঙ্গা শিক্ষার্থীরা

ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের ফলে দেশটির রোহিঙ্গা শরণার্থীরা সরকারি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ ...