থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপে রোহিঙ্গা সন্দেহে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। শনিবার থাইল্যান্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আটক ৭০ জনের মধ্যে ৩০ শিশুও রয়েছে। ফাং এনগার স্থানীয় পুলিশ কমান্ডার সোমকানে ফোথিস্রি রয়টার্সকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, তারা মিয়ানমার থেকে এসেছে। খবর বিডিনিউজের।
এখান থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে তারা। বছরের পর বছর ধরে অনেক রোহিঙ্গা নৌকায় করে থাইল্যান্ড ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাচ্ছে।
তারা সাধারণত অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে নৌপথে যাওয়ার চেষ্টা করে, কারণ তখন সমুদ্র শান্ত থাকে। ওই পুলিশ কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, তারা মিয়ানমারের রোহিঙ্গা কি না তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। পরীক্ষা করে দেখা হচ্ছে। গত মাসেও শত শত রোহিঙ্গাকে বহনকারী নৌকাগুলো ইন্দোনেশিয়ায় পৌঁছায় বলে জানিয়েছে রয়টার্স।
পাঠকের মতামত