মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাজে ব্যবহারের ঘটনা ফের একবার প্রত্যক্ষ করল ক্রিকেট বিশ্ব। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নয়, ঢাকা প্রিমিয়ার লিগের(ডিপিএল) খেলায় আম্পায়ারের উপর চটে গিয়ে পা দিয়ে লাথি মেরে স্ট্যাপ ভাঙলেন এই ক্রিকেট তারকা।
যেখানে ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের খেলা, সেখানে উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। তবে ব্যাট-বলের উত্তেজনা নয়। উত্তেজনার মাত্রার চরমে উঠেছে আম্পায়ারের সঙ্গে সাকিবের বাজে ব্যবহারের কারণে।
মোহামেডানের তখন ৩ উইকেটে ২১ রান। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড়। জানিয়ে দেন সেটা নট আউট।
আম্পায়ারের এমন সিদ্ধান্তে রেগে যান মোহামেডান অধিনায়ক। এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন।
পাঠকের মতামত