নিজস্ব প্রতিনিধি,লামাঃ
বান্দরবানের লামা উপজেলা থেকে অপহৃত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবচার (৫৫) কে ২০ ঘন্টা পর তিন লাখ টাকা মুক্তিপন নিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শুক্রবার রাত ১১টার দিকে পার্শ্ববর্তী চকরিয়াস্থ খুটাখালী এলাকায় তাকে ছেড়ে দেয়। এর আগে বৃহষ্পতিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে অপহরণ করে একদল ডাকাত। এদিকে অপহরণ ঘটনায় জড়িত সন্দেহে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগুজিখোলার বাসিন্দা নুরাইয়া (৩৪), চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়ার গিয়াস উদ্দিনকে (৩০) ও চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দা খোকন (৩৫) আটক করেছে পুলিশ। অপহরণের পর লামা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা অপহৃতকে উদ্ধারের জন্য যৌথ অভিযান শুরু করেন।
সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার রাত ৩টায় ১৫/২০ জনের সশস্ত্র মুখোশধারীর দল ফাঁসিয়াখালী গোলবানের ঝিরিতে ডাকাতি চালায়। এ সময় ডাকাতরা স্থানীদের ৪টি ঘরের দরজা ভেঙ্গে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে যাওয়ার সময় নুরুল আবচারকে অস্ত্রের মুখে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা নুরুল আবচারের মুঠোফোন থেকে পরিবারের কাছে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এক পর্যায়ে ৩ লাখ টাকা নিয়ে পরদিন শুক্রবার রাত ১১টার দিকে নুরুল আবচারকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের হরিণখোলা এলাকায় ছেড়ে দেয়। শনিবার সকালে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে খুটাখালী ইউনিয়নের রিজার্ভ এলাকা থেকে তিন অপহরণকারীকে আটক করে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, টানা পুলিশি অভিযানের কারণে নুরুল আবচারকে ছেড়ে দেয় অপহরনকারীরা।
পাঠকের মতামত