প্রকাশিত: ১১/১০/২০১৬ ৯:০৮ পিএম

এম.বশিরুল আলম,লামাঃ
আগামী ১৬ অক্টোবর মার্মা সম্প্রদায়ের প্রধান উৎসব “ওয়াগোয়াই পেয়ে” উপলক্ষ্যে লামার ৬৪ টি বৌদ্ধ বিহারের কমিটির হাতে নগদ অর্থ তুলেদেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিহারের আশ-পাশের পাড়া-পল্লী ও জনসংখ্যা বিবেচনায় রেখে কর্তৃপক্ষ ৩২ মে:টন খাদ্য শস্য বরাদ্দ দেন। ১১ অক্টোবর দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে খাদ্য শস্যের আনুপাতিক বিভাজন পূর্বক আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ করেন। এসময় লামা পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, গজালিয়া চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা, লামা সদর চেয়ারম্যান মিন্টু কুমার সেন, বীরমুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহামান উপস্থিত ছিলেন।

এদিকে প্রভারণা পূজাকে ঘিরে লামায় পাহাড়ী পাড়াগুলো নতুন সাজে সাজছে। ঘরে ঘরে চলছে পিঠা তৈরি, ফানুস উড়ানো, মঙ্গল প্রদীপ প্রজ্জলনসহ তিনদিন ব্যপি নানা আয়োজনের প্রস্তুতী। আগামী ১৬ অক্টোবর থেকে তিন দিন ব্যপি এ উৎসব চলবে বলে কেন্দ্রীয় প্রভারণা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানায়।

পাঠকের মতামত

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা মামলার ১৮ জনের ...

পর্যটনে সেন্টমার্টিনের বিকল্প হতে চায় কুতুবদিয়া দ্বীপ!

বঙ্গোপসাগরে অবস্থিত কক্সবাজার জেলার অন্তর্গত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। দ্বীপটি বাতিঘরের দ্বীপ নামে ও পরিচিত। ...