এম.বশিরুল আলম,লামাঃ
লামায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের নির্বাহী মেজিষ্ট্রেট নাজমা বিনতে আমিন আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। জানাযায়, হরীনঝিরির বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলন করে রাস্তার পাশে পাথর ষ্টক রাখায় লাইন ঝিরি এলাকার নাসিরকে ৫০ হাজার টাকা ও কুমারী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এসএম তাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১০দিন জেল দেয় ভ্রাম্যমান আদালত । এসময় বালুর গাড়িসহ একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট।
এদিকে পাথর কোয়ারী ইজারাদার নাসির জানায় বিগত দিনে হরীনঝিরির বিভিন্ন পয়েন্টে ভাসমান পাথর আহরনের ইজারা নেয়। সম্প্রতি ইজারার মেয়াদ শেষ হয়ে গেলে, পুন: ইজারা পাওয়ার জন্য জেলা প্রশাসনে আবেদন করে সে। এই পাথর ব্যবসায়ী জানায় রাস্তার পাশে যেসব পাথর রয়েছে তা পারমিটের মেয়াদকালে আহরণ করা হয়েছিল। এছাড়া এসব ভাসমান পাথর গ্রামবাসিরা কুড়িয়ে এনে আমাদের নিকট বিক্রি করে। পরে রাজস্ব দিয়ে তা স্থানীয়ভাবে উন্নয়ন কাজে সরবরাহ করে থাকি।
পাঠকের মতামত