প্রকাশিত: ২৭/০৭/২০১৬ ১০:১৯ পিএম

mail.google.comএম.বশিরুল আলম,লামাঃ
লামায় লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে“মিড ডে মিল”ও সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস মনিটরিং উদ্বোধন করা হয়েছে। গতকাল (বুধবার) এ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়। পৌর মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল প্রধান অতিথি, বান্দরবান পার্বত্যজেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া, উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন ও আক্তার উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল আফসার। সভেচ্ছা বক্তব্য রাখেন দাতাসদস্য মোঃ আব্দুল গফুর সর্দার।

প্রধান অতিথির বলেন, বিদ্যালয়ের শিক্ষক-এসএমসি ও ম্যানেজিং কমিটি ছাত্র-ছাত্রীদের “মিড ডে মিল” ও সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ক্লাস মনিটরিংয়ের মহতি উদ্যোগ নিয়েছেন। পৌরমেয়র জহিরুল ইসলাম এই মহতি উদ্যোগের প্রশংসা করে “মিড ডে মিল” কর্মসূচির জন্য প্রতি বছর এক মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়ার ঘোষনা দেন। জেলাপরিষদ সদস্য ফাতেমা পারুল বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের ঘোষনা দেন। আলোচনা শেষে অতিথিগণ আনুষ্টানিকভাবে শিশুদের হাতে খাবার তুলে দিয়ে“মিড ডে মিল” ও সুইচ টিপে সিসি ক্যামেরায় ক্লাশ মনিটরিংয়ের উদ্বোধন করেন।#

পাঠকের মতামত

স্বামীকে ‘নিহত’ দেখিয়ে হত্যা মামলা করা সেই নারী কক্সবাজারে আটক

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় স্বামীকে ‘নিহত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা ...