লামায় টিটিএন্ডডিসি সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবীকে বদলীর প্রতিবাদে এলাকাবাসী দিন দিন ফুঁসে উঠছে। লাগাতার কর্মসূচির তৃতীয় দিন গতকাল (সোমবার) স্কুলে আশেনি কোন ছাত্রছাত্রী। গতকাল বিকাল তিনটায় বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, মোস্তফা জামান , লামা পেীর মেয়র মো. জহিরুল ইসলাম ও এলাকার অভিভাবক ও এসএমসি কমিটিসহ দু ঘন্টা ব্যাপি বৈঠক বসলেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি। জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল জানান আমরা এলাকা বাসীর দাবী মেনে নিয়েছি এবং শিঘ্রেই একটা ব্যবস্থা করব। স্কুলের অভিভাবকরা জানান আমরা মোকাম্মেল স্যারকে চাই আর নাহয় অন্য কোন শিক্ষক চাই তবে নন্দিতা রানী শ্রী দেব চেীধুরী মেডামকে চাই না। গতকাল উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল সরজমিন পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। খবর পেয়ে পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনেন।#
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজারে আগমন করবেন। এই দিন ...
পাঠকের মতামত