নিজস্ব প্রতিনিধি,লামাঃ
বান্দরবানের লামা উপজেলায় এক স্কুল ছাত্রীর (১২) শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে মোস্তাক আহাম্মদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কম্পইন্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার সরই ইউনিয়নের টংগঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মোস্তাক আহমদ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা আজাহার আহমদের ছেলে। ভিকটিম ছাত্রী স্থানীয় কোম্পাইন্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ।
সূত্র জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী তার নিজ বাড়ি থেকে স্কুলের ড্রেস সেলাই করার জন্য পাহাড়ি পথ বেয়ে দোকানে যাচ্ছিল। পথে মোটর সাইকেল চালক মোস্তাক আহমদ তাকে একা পেয়ে শ্লীলতাহানি চেষ্টা করে। পরে এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ছাত্রীর বাবা সত্যরাম ত্রিপুরা বাদী হয়ে মোস্তাক আহমদের বিরদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন আইন ৯ এর ৪ খ ধারায় একটি মামলা করেন। মামলা নং ৭-আগস্ট’১৬ মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোস্তাক আহমদকে গ্রেফতার করে।
স্কুল ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টা মামলায় মোস্তাক আহমদকে গ্রেফতারের সত্যতা লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুস সাত্তার ভুইয়া নিশ্চিত করেন।