প্রকাশিত: ০২/০৬/২০১৬ ১০:৫৯ এএম , আপডেট: ০২/০৬/২০১৬ ১১:০৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজার শহরতলীর লিংরোডে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আইনজীবিসহ দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডস্থ বীচ পাবলিক স্কুলের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এত আরো অন্তত চারজন আহত হয়েছে। নিহতরা হলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এড, হুমায়ুন আহমদ। তিনি কলঘর এলাকার মৃত আহমদ নবীর পুত্র। অপর জন হলেন, একই এলাকার হাবিবুর রহমানের পুত্র হাফেজ তৌহিদুর রহমান (১৭)। সে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার ছাত্র।

বীচ পাবলিক স্কুলের পরিচালক এজিএম ফেরদৌস জানিয়েছেন, সকালে সিএনজি অটোরিক্সা যোগে রামুর কলঘর এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন এডভোকেট হুমায়ুন আহমদ। লিংক রোড এলাকায় চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন আহমদ। এসময় আরও ৩/৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন তৌহিদুর রহমান। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে। পালিয়ে যাওয়ার পথে বাংলাবাজার এলাকায় লোকজন বাসটি আটক করেছে।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...