তারিক ইমন : লিখিত অভিযোগের পাশাপাশি এখন ফোনেও অভিযোগ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্যে পরীক্ষামূলক ভাবে ‘১০৬’ নামে একটি হটলাইন চালু করেছে সংস্থাটি। আগামী ২৭ জুলাই থেকে বড় পরিসরে এ সেবাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
দুদকের সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, জনগণকে লেখার জন্যে যাতে কষ্ট না করতে হয়, কাগজ কলম খরচ না করতে হয়, তাদের যেই মহুর্তে সময় হবে সেই মহুর্তেই আমাদেরকে দুর্নীতির ব্যপারে তথ্য জানাতে পারে সে জন্যে আমরা এ হট লাইন চালু করেছি।
দুদকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে এই কল সেন্টার। মোট ৩২ সদস্যের একটি দল এতে কাজ করবে বলে জানা গেছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কল সেন্টারটি খোলা থাকবে।
দুদকের চেয়ারম্যান বলছেন, হেল্পলাইন সার্ভিসের মাধ্যমে নিরীহ কেউ যেন ফাঁসে না সে জন্যে বাড়তি সতর্কতা নেয়া হবে।
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এখানে অনেক সমস্যা থাকে। অনেকে উল্টাপাল্টা কথা বলবে, সঠিক তথ্য দেবেনা। অনেকে হিংসাবসত অভিযোগ করবে। এসব কিছু মাথায় রেখেই আমরা এ হটলাইন চালু করেছি। আমরা মূলত দুর্নীতির তথ্য চাই।