প্রকাশিত: ২৬/০৮/২০১৬ ১০:৩৬ পিএম

জামালপুর প্রতিনিধি: দুই সাংবাদিক ও যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জামালপুরের বকশীগঞ্জ থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন- বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের জামালপুর প্রতিনিধি ও সাপ্তাহিক বকশীগঞ্জের সম্পাদক গোলাম রব্বানী নাদিম, স্থানীয় উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মতিন রহমান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপন।

পুলিশ জানিয়েছে, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ফেসবুকে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে সমাবেশ ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের আহ্বান জানান। একই ধরনের স্ট্যাটাস দেন সাংবাদিক মতিন রহমান। আর এই স্ট্যাটাস শেয়ার করেন বকশীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তিনজনকে আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঠকের মতামত

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি কক্সবাজারের সন্তান সাবেক সচিব নাসির উদ্দীন

কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ ...