উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০২/২০২৫ ৮:৩৭ এএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিকেলে সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান।

সরকারের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ-বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায়, সেই দিকে লক্ষ রাখুন।’

Pause

Mute
Remaining Time -9:56

Close PlayerUnibots.com
উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ও শান্তিশৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উসকানিমূলক যেকোনো পদক্ষেপে অংশ নেবেন না। এতে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে।

নেতাকর্মীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা
নেতাকর্মীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা
বিকেলে সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে কক্সবাজার পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ জেলা ও উপজেলার হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ : রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়া শুরু

: আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দিতে গিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ...