
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিল কোচ টিটে জানিয়েছেন, নেইমার শতভাগ ফিট নন।
রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে ফিফার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে টিটের বরাত দিয়ে বলা হয়েছে, ‘শারীরিকভাবে নেইমার ভালো থাকলেও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি।’
নেইমার প্রথম ম্যাচে খেলবেন কী না, সে বিষয়ে টিটে স্পষ্ট করে কিছু বলেননি। তার প্রশংসা করে ব্রাজিল কোচ বলেন, ‘সে যে গতিতে নিজের খেলার মান প্রদর্শন করেছে তা মুগ্ধ হওয়ার মতো। কিন্তু এখনো তার কিছু অর্জন করার আছে। এখন অথবা পরে সেটি হবে।’
পিএসজিতে খেলার সময় নেইমার ইনজুরিতে পড়েন। অস্ত্রোপচার করে ফিরে আসার পর দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন। দুই ম্যাচেই গোল পান। সেই থেকে ব্রাজিল সমর্থকরা আশা করছিল হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই নেইমারকে মাঠে পাওয়া যাবে। কিন্তু এখন টিটের কথার পর তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিল।
পাঠকের মতামত