এস এম আরোজ ফারুক ::
বাংলাদেশে বাচিক শিল্পে সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমী প্রতিষ্ঠার ৩২ বছর উদযাপনের প্রাক্কালে শুক্রবার শিশু-কিশোর বিভাগের বর্ষ সমাপনী আবৃত্তি প্রতিযোগিতা ২০১৬ সম্পন্ন করেছে। কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪টি শ্রেণী বিভাগে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক দিলওয়ার চৌধুরী, এডভোকেট প্রতিভা দাশ, অধ্যাপক নীলোৎপল বড়–য়া ও সোহেল ইকবাল। এতে তত্বাবধায়ক ছিলেন অধ্যাপক মকবুল আহমদ। পর্যাবেক্ষক হিসেবে ছিলেন জেষ্ঠ্য সংগীত শিল্পী প্রবীর বড়–য়া, ডা: ইফতেখার উদ্দিন কুতুবি, কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক রমজান আলী, কবি শামীম আক্তার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু এবং সেবা টেলিকম এর স্বত্বাধীকারী দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন শব্দায়নের পরিচালক জসীম উদ্দিন বকুল, বর্ষ সমাপনী আবৃত্তি প্রতিযোগিতার আহ্বায়ক ও প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মিনহাজ চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক গিয়াস উদ্দিন মিলন, ফলাফল উপ পরিষদের আহ্বায়ক সহকারী পরিচালক মহিউদ্দিন মহি।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক অধ্যাপক জ্যোৎ¯œা ইয়াসমিন, অধ্যাপক রোমানা আক্তার রুমা, ইভানা পাপড়ী মুমু ও নাইজিন হুদা প্রমী। অন্যান্য দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক তৌহিদুর রহমান, নির্বাহী সদস্য শাশ^তী বড়–য়া, সিদ্দিকুর রহমান, রাশেদুল ইসলাম, এস এম আরোজ ফারুক, শিক্ষার্থী জেমিনা সাত্তার মুন্নী।
পাঠকের মতামত