প্রকাশিত: ১২/০৭/২০১৬ ৭:৪০ এএম

sanসানি লিওন আর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, এ তো সমার্থক শব্দ। পর্নো তারকা থেকে বলিউড স্টার হওয়ার পথে সানিকে নানাভাবে অনেক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। সানি লিওন এই ধরনের দৃশ্যে অভিনয় করছেন বেশ কয়েক বছর ধরেই। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় সানি লিওনের অবস্থা ঠিক কেমন হয়। এই বিষয়টিই ফাঁস করেছেন সানির আসন্ন সিনেমার নায়ক রজনীশ দুগ্গল।

রজনীশ বলেন, বেড সিন বা ওই জাতীয় দৃশ্যে অভিনয় করাটা কখনই সহজ নয়। ফ্লোরে অনেক মানুষের সামনে এ জাতীয় দৃশ্যে শুট করাটা পেশাদার হয়েও কঠিন। আর এরকম দৃশ্যে যদি সানি লিওনের সঙ্গে অভিনয় করতে হয়?

রজনীশ বলছেন, এমন দৃশ্যে অভিনয়ের আগে সানি কথা বলেন পরিচালকের সঙ্গে। পরিচালক ঠিক কী চাইছেন জানার পর বসেন সহ অভিনেতার সঙ্গে।

রজনীশ জানালেন, ‘বেইমান লাভ’-এ বেড সিনে অভিনয়ের সময় সানি প্রায় ঘণ্টা দেড়েক ওই দৃশ্য নিয়ে তার সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকেন।

তার মতে, সানি হলেন এমন একজন অভিনেত্রী,যিনি দারুণ একজন মানুষ। ১৯ আগস্ট মুক্তি পাবে সানি-রজনীশের ‘বেইমান লাভ’।

সূত্র: জিনিউজ

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...