.কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় থেকে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার রাত ১ টার দিকে পুলিশ এই অভিযান চালান। ওই সময় বার্মিজ মার্কেট এলাকার আবদুল মজিদেন কন্য তাসলিমা আকতার (১৮) কে আটক করেন। সদর মডেল থানার চৌকচ অপারেশন কর্মকর্তা আবদুর রহিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।