প্রকাশিত: ০৩/১১/২০১৬ ১০:২২ পিএম , আপডেট: ০৩/১১/২০১৬ ১০:২৩ পিএম

rafiq-pic-03-10-2016রফিক মাহামুদ, উখিয়া ::
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ঐত্যিবাহী সোনাইছড়ি খেলার মাঠে ক্রীড়া সংগঠন সোনাইছড়ি খেলোয়াড় সমিতির আয়োজিত মাস ব্যাপী উখিয়ার কৃতি সন্তান  শহিদ এ.টি এম জাফর আলম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ দিনের খেলা গত ৩ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্টিত হয়েছে হয়েছে। ৪র্থ দিনের খেলায় উখিয়া উপজেলার পরা শক্তিশালী দল পালংখালী খেলোয়াড় সমিতিকে ১-০ গোলে হারিয়ে উপজেলার আর একটি শক্তিশালী দল রুহুল্লাডেবা বাছাই একাদশ জয় লাভ করেছে। খেলা বিকাল  ৪টায় শুরু হয়ে ২মিনিটের মাথায় রুহুল্লাডেবা বাছাই একাদশে ৮নং জার্সিধারী আক্রমণ ভাগের খেলোয়াড় হেলালের পা থেকে খেলার একমাত্র গোলে কোটবাজার রুহুল্লাডেবা বাছাই একাদশ পালংখালী খেলোয়াড় সমিতিকে পারস্ত করে। টান টান উত্তেজনা, আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে পালংখালী খেলোয়াড় সমিতি বার বার আক্রমণ করলেও খেলার শেষ পর্যন্ত কোন গোলের দেখা মিলেনি।

গোল হজম করার জন্য পালংখালী খেলোয়াড় সমিতি বার বার আক্রমণ করলেও প্রথমার্ধের খেলায় কোন গোলের দেখা পায়নি। ফলে খেলার দ্বিয়ার্ধে খেলা নির্ধারিত সময়ে শেষ হলেও পালংখালী খেলোয়াড় সমিতি বনাম কোটবাজার রুহুল্লাডেবা ফুটবল বাছাই একাদশের উত্তেজনা মূলক এই খেলার ফলাফল ১-০ গোলে রুহুল্লাডেবা জয় লাভ করে। ঐত্যিবাহী ক্রীড়া সংগঠন সোনাইছড়ি খেলোয়াড় সমিতি আয়োজিত মাস ব্যাপী শহীদ এ.টি.এম জাফর আলম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর ৪র্থ দিনের খেলায় উপস্থিত ছিলেন উখিয়া আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ইয়াকত আলী বাবুল, সাবেক মেম্বার আবুল হোছেন, আয়োজক কমিটির আহব্বায়ক ছানা উল্লাহ সহ ক্রীড়ামুদি হাজার হাজার দর্শক। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সুধীর বড়–য়া ভুলো, সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন, সিরাজুল ইসলাম সিরাজ ও মিল্টন দত্ত, চতুর্থ রেফারী ছিলেন মোঃ আলমগীর। ৪র্থ দিনের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় পালংখালীর খেলোয়াড় সমিতির ১০নং জার্সিধারী ফরওয়ার্ড রাসেল। মাসব্যাপী অনুষ্ঠিত এ খেলায় আজ ৪ নভেম্বর বিকাল ৪ টায় একই মাঠে উখিয়া উপজেলার শক্তিশালী দল উত্তর পুকুরিয়া ইয়ংস্টার বনাম উপজেলার আরেকটি শক্তিশালী দল সোনাইছড়ি বাছাই একাদশ এর খেলা মাঠে গড়াবে।

পাঠকের মতামত

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...