ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ৭:২১ এএম

শীর্ষ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি আজ বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১২সি উন্মোচন করেছে। স্মার্টফোনেটিতে আছে আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী মিডিয়াটেক চিপ এবং স্টানিং ডুয়েল ক্যামেরা সেটআপ- যা এন্ট্রি লেভেলের স্মার্টফোনের কর্মক্ষমতাকে পরবর্তী স্তরে নিয়ে গেছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর সেটি নিশ্চিত করতে আমরা মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসরের রেডমি ১২ সি নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই দামে ফোনটি ব্যবহারকারীদের সর্বোচ্চ পারফরম্যান্স দেবে।’

রেডমি ১২সি স্মার্টফোনটিতে আছে ২.০ গিগাহার্জের মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসর এবং মালি-জি৫২ গেমিং জিপিইউ। এর পাশাপাশি ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ডিভাইসটিতে অসাধারণ গেমিং অভিজ্ঞতা দেবে। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি নিশ্চিত করবে সারা দিনের নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা।রেডমি ১২ সিরিজের সর্বশেষ ফোনগুলোতে রয়েছে ১০ওয়াট ফাস্ট চার্জিং; আর এর বক্সে থাকা ১০ওয়াটের চার্জার ব্যবহারকারীদের খুব অল্প সময়েই ফোনটি চার্জ করতে সাহায্য করবে।
রেডমি ১২সি স্মার্টফোনটি আসছে অসাধারণ ৬.৭১ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে নিয়ে, যার রেজ্যুলেশন ১৬৫০*৭২০ পিক্সেল। কোনোকিছু পড়ার ক্ষেত্রে স্ক্রিনের লাইট চোখকে আরামদায়ক অভিজ্ঞতা দেয়।
সহজেই দুর্দান্ত ছবি তোলার অভিজ্ঞতা দিতে রেডমি ১২সি স্মার্টফোনে দেয়া হয়েছে শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি দিয়ে স্বল্প আলোতেও ব্যবহারকারীরা মানসম্পন্ন ছবি তুলতে পারবেন। ব্যবহারকারীদের দৈনন্দিন কর্মকাণ্ডের সেরা সব সেলফি নিতে ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন – এই তিনটি স্টাইলিশ কালারে রেডমি ১২সি সারা দেশে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।

পাঠকের মতামত

দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করলো গ্রামীণফোন

দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রাহক সেবা কেন্দ্র স্থাপন করেছে গ্রামীণফোন। ২৯ জানুয়ারি সিলেটের আম্বরখানায় গ্রামীণফোন সেন্টারটি ...

সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপনে নতুন নীতিমালা

আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলে টেলিযোগাযোগ সেবা প্রদানে মোবাইল অপারেটরগুলোর বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপনে বিদ্যমান নীতিমালা ...