প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

গুণী অভিনেত্রী শাবানার সর্বাধিক ছবির নায়ক আলমগীর। দীর্ঘদিন পর দেখা হলো পর্দার দুই নায়ক-নায়িকার মধ্যে। তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লার বাসায় আমন্ত্রণ পেয়েছিলেন শাবানা। সঙ্গে ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদিক। ৬ জুলাই সন্ধ্যায় রুনা লায়লার মোহাম্মদুপুরের বাসায় আড্ডা দিয়েছেন চলচ্চিত্রের গুণী এই মানুষেরা। তিনমাস আগে দেশে ফিরেছেন প্রবাসী শাবানা। ‘ছুটির ঘন্টা’খ্যাত গুণী নির্মাতা আজিজুর রহমানের চিকিৎসায় সহায়তা চাইতে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন তিনি। এর বাইরে শাবানার সাক্ষাৎ পায়নি কেউ।

শাবানার ছবির সংখ্যা ২৯৯টি। এর মধ্যে ১৩০টিতে তার নায়ক ছিলেন আলমগীর। রুনা লায়লার গাওয়া অনেক গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাবানা।

অন্যদিকে শাবানার ‘ভাত দে’ ছবিতে অভিনয় করেছিলেন আলমগীরের কন্যা আঁখি আলমগীর। তিনিও উপস্থিত ছিলেন এই আড্ডায়। ফেসবুকে জনপ্রিয় এই গায়িকাই ছবিগুলো পোস্ট করেছেন।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...