প্রকাশিত: ০৬/১১/২০১৮ ৯:৩০ পিএম

বিনোদন ডেস্ক, উখিয়া নিউজ :
ট্রেলার মুক্তির পরই আলোচনায় রয়েছে শাহরুখ খান অভিনীত জিরো। কিন্তু, ছবির পোস্টার নাকি শিখ ধর্মাবেগে আঘাত করেছে।

আর এই অভিযোগ তুলে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি অকালি দলের সদস্য মঞ্জিদার সিং সিরসা।

এছাড়াও জিরোর পোস্টার নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে দিল্লির শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি সহ অন্যান্য শিখ সংগঠনগুলি।

সম্প্রতি ক্যাটরিনা কাইফ জিরোর একটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টারে টাকার মালা পড়ে রয়েছেন শাহরুখ। তাঁর হাতে রয়েছে কৃপান। দিল্লির শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি একটি চিঠিতে বলেছে, এমন বিষয়টি মেনে নিতে নারাজ তাঁরা। এমন ঘটনা তাঁরা বরদাস্তও করবে না।
যদিও এই ঘটনায় ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...