কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন আক্তার দ্বিতীয়বারের মতো এমপি হতে যাচ্ছেন। এ আসনে মোট ১০৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের শাহীন আক্তার বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অবশিষ্ট ১৬টি ভোট কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি।
বিশাল ব্যবধানে শাহীন আক্তার এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল বশর। এখনো ফলাফল না আসা ভোট কেন্দ্র গুলোর ফলাফল বর্তমান এমপি শাহীন আক্তার এর দ্বিতীয়বার এমপি হতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার ৭ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত এ আসনে মোট ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রার্থী ৭ জন। তাঁরা হলেন-জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভূট্টো : প্রতীক-লাঙ্গল, এনপিপি’র ফরিদ আলম : প্রতীক-আম, তৃনমূল বিএনপি’র মুজিবুল হক মুজিব : প্রতীক-সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী : প্রতীক-মিনার, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল : প্রতীক-ডাব, আওয়ামী লীগের শাহীন আক্তার : প্রতীক-নৌকা এবং স্বতন্ত্র মোঃ নুরুল বশর : প্রতীক-ঈগল।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ভোটার ৩ লক্ষ ২৬ হাজার ৯৭১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ১৪১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৮২৮ জন। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে এ আসনে ভোটার রয়েছে সর্বনিন্ম। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৪ টি। মোট বুথ সংখ্যা ৬৯৪ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৩৪৯ টি। মহিলা বুথ ৩৪৯ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৭ জন।
কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৭ হাজার ৪৭ জন এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৪৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৭টি।
কক্সবাজার-৪ আসনে টেকনাফ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৬৫৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। হিজড়া ভোটার ২ জন। জেলার টেকনাফ ছাড়া আর কোথাও হিজড়া ভোটার নাই। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫৭ টি।
পাঠকের মতামত