খালেদ হোসেন টাপু,রামু ::
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। সম্প্রতি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার দপ্তরে কক্সবাজার জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যক্রম মূল্যায়ন করে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত করা হয়।
রামু উপজেলা শিক্ষা অফিসার মো. ছালামত উল্লাহ জানান, প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানন্নোয়নে বিশেষ অবদানের জন্য রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এ প্রসঙ্গে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার রামুবাসী। এজন্য তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব¡ অর্জন নয় আমি রামু উপজেলার শিক্ষাকে এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সকলের সহেযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত