বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
শিরোপা জিতেই জন্মদিন উদযাপন করতে চান মেসি
প্রকাশিত - জুন ২৫, ২০১৬ ৯:১০ এএম
[caption id="attachment_4138" align="alignleft" width="660"] ২৯ বছর বয়সে পা রাখলেন আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও’তেজন্মগ্রহণ করেন বিশ্ব ফুটবলের ক্ষুদে এই জাদুকরের। কোপা আমেরিকার ফাইনালের আগে মেসির জন্মদিন হওয়ায়, এখনই জন্মদিনের আনন্দ করতে চান না মেসি।[/caption]
কোপার শিরোপা জিতেই জন্মদিনের আনন্দে মেতে উঠতে চান তিনি। টুইটারে এমনই এক বার্তা দিয়েছেন মেসি, ‘কোপার শিরোপা জিতেই জন্মদিনের আনন্দ করবো পুরো দলকে নিয়ে।’
আর ২০০৪ সাল থেকে বার্সেলোনার মূল দলে খেলে আসছেন মেসি। বার্সার হয়ে এখন পর্যন্ত ৩৪৮ ম্যাচে ৩১২ গোল করেছেন তিনি।
ব্যক্তিগত অনেক রেকর্ডের মালিক হলেও, জাতীয় দলের হয়ে ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত বড় কোন সাফল্য পাননি মেসি। বিশ্বকাপ বা কোপা আমেরিকার শিরোপার স্বাদ নেয়ার সুযোগ হয়নি তার।
তবে আরও একবার কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। তাই এবার সেই স্বাদ পূরণের পালা মেসির। ফাইনাল ম্যাচের আগে জন্মদিনের আনন্দটা পুরোপুরিভাবে পালন করছেন না তিনি। চিলিকে হারিয়ে কোপা শিরোপায় চুমু দিয়েই জন্মদিনের আনন্দে মাততে চান মেসি।
সেই অপেক্ষায় পুরো আর্জেন্টিনা দল ও ভক্তরা।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.