প্রকাশিত: ১৭/০৮/২০১৬ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৬ ৯:২৮ পিএম

Rafiq pic 17-08-2016.. [Max Width 320 Max Height 240]রফিক মাহামুদ, উখিয়া::
উখিয়া উপজেলায় কোথাও শিশুবিয়ে দেওয়া হলে সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন। শিশুদের দায়িত্ব নেওয়া প্রতিটি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের সকল সচেতন নাগরিকের রাষ্ট্রীয় দায়িত্ব ও শিশুদের অধিকার বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও সমাজের বর্তমানে মাদক আনচে কানাচে ছড়িয়ে পড়েছে তাই মাদক থেকে দুরে থাকার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান। গত ১৭ আগষ্ট বুধবার জন সম্পৃক্ততায় সামাজিক ও আচরণগত পরিবর্তন প্রকল্প অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাক সি ফর ডি উখিয়া শাখার উদ্দেগ্যে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগীতায় উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত নেটওয়াকির্ং ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন  তিনি।  পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওয়ার্কশপে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সামাজিক রীতি ও আচরণ পরিবর্তনের লক্ষ্যে ওয়ার্কশপে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক সি ফর ডি প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক রোনাল্ড চাকমা, জেলা মনিটরিং অফিসার আবির আহাদ, জেলা ট্রেনিং অফিসার জালাল উদ্দিন। ওয়াকর্শপের শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সি ফর ডি প্রোগ্রামের উখিয়া উপজেলা শাখার  সিনিয়র ম্যানেজার সুকেশ কুমার সরকার। থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জাফর আলমের পবিত্র কোরাআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওয়ার্কশপে অংশগ্রহণ করেন উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৫ সচিব, ৫ ইমাম, ৫ কাজী ও হিন্দু ধর্মবলাম্ভিদের বিবাহ নিবন্ধকসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ব্র্যাক সি ফর ডি প্রোগ্রামের পালংখালী ইউনিয়নের যোগাযোগ কর্মী রফিক উদ্দিন, রাজাপালং ইউনিয়নের যোগাযোগকর্মী জাফর আলম, রতœা পালং ইউনিয়নের যোগাযোগ কর্মী আব্দুস সোবাহান, হলদিয়া পালং ইউনিয়নের যোগাযোগ কর্মী গিয়াস উদ্দিন ও জালিয়া পালং ইউনিয়নের যোগাযোগ কর্মী মোঃ রাফিক।

পাঠকের মতামত

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...